Learning Quran with Reference | Para-01| আল-ফাতিহা | Al-Fatiha | سورة الفاتحة
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.
১:১ اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
[All] praise is [due] to Allah, Lord of the worlds
১:২الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
যিনি পরম করুণাময় অতি দয়ালু।
The Entirely Merciful, the Especially Merciful,
১:৩ مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ
যিনি বিচার দিনের মালিক।
Sovereign of the Day of Recompense.
১:৪ اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ
আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
It is You we worship and You we ask for help.
১:৫ اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন।
Guide us to the straight path
১:৬ صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡهِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡهِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ
তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমীন!!
The path of those upon whom You have bestowed favor, not of those who have evoked [Your] anger or of those who are astray.
Courtesy: Bangla Hadith
No comments